• 23 Chamelibagh, Dhaka-1217
  • +88-02-9333543
  • bfdrms@gmail.com

Category Page: Publication

বিশ্বব্যাপী জাতীয়তাবাদী চেতনার উত্থান ও শোষিতের জেগে ওঠা

বিশ্বব্যাপী জাতীয়তাবাদী চেতনার উত্থান ও শোষিতের জেগে ওঠা

মোনায়েম সরকার
আমার বিগত দিনের একটি লেখায় বলেছিলামÑ সারা পৃথিবীর মানুষকে ইতিহাস, ‘অন্তত এই শিক্ষা দিয়েছে যে, জনসাধারণের ইচ্ছাশক্তির পরাজয় নেই। এমন কি এক বিশ্ব শক্তির সমরসম্ভার দিয়েও জনগণের মুক্তিসংগ্রাম দমন করা যায় না।’ এ কথা ক্রমে ক্রমে প্রমাণ হতে চলেছে। পৃথিবীর মানুষ আজ ব্যক্তিগত-গোষ্ঠীগত ও জাতিগত স্বাধীনতার জন্য মরিয়া হয়ে উঠেছে। যারাই মনে করছে আমরা পরাধীন কিংবা অধিকার বঞ্চিত তারাই আন্দোলন শুরু করেছে স্বাধীনতা ও অধিকারের আশায়। ভারত অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান শাসিত বেলুচিস্তানে গণমানুষের যে লড়াই শুরু হয়েছে শেষ পর্যন্ত এই লড়াইয়ের পরিণাম কি হয় বিশ্ববাসী আজ এই দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। একটি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এক দুই বছরে রচিত হয় না, একটি দুটি জীবন দানের মধ্যেও তা সীমাবদ্ধ থাকে না। তার জন্য বহু বছর নিরন্তর সংগ্রাম করতে হয়Ñ অনেক জীবন উৎসর্গ করতে হয়। কাশ্মীর ও বেলুচিস্তান এখন সেই পথেই হাঁটছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে একটি ঘটনার কথা আমার মনে পড়ে। সে ঘটনাটি ঘটেছিল লায়লা কবিরের বাসায়। একদিন অল পাকিস্তান ন্যাপের সভাপতি খান আবদুল ওয়ালী খানের সঙ্গে খাবার টেবিলে বসে আমি তাকে বলেছিলামÑ ‘আপনি ইয়াহিয়া খানের সঙ্গে যতই বৈঠক করেন না কেন, পূর্ণ স্বাধীনতা ছাড়া বাঙালি আর কিছুই মানবে না। তখন ওয়ালী খান আমার হাত ধরে বলেছিলেন, জানো গভর্নর (আমার নামের সঙ্গে তৎকালীন গভর্নরের নামের মিল ছিল বলে তিনি আমাকে গভর্নর বলেই ডাকতেন।) আমিও এই কথাটাই মুজিব ও মোজাফফরকে বুঝাতে চাই কিন্তু বুঝাতে পারছি না। মুজিব আর মোজাফফর কি বুঝতে পারছে পূর্ণ স্বাধীনতা অর্জন করতে হলে বাংলাদেশের অবস্থা কত ভয়াবহ হবে। পাক-ভারত বিভক্তির সময় আমার বাবাকে (খান আবদুল গাফফার খানকে) পাকিস্তানিরা বলেছেন ‘ট্রেটর’। আমি এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আমাকে বলে ‘দালাল’। কিন্তু আমি তাদের বুঝাতে পারি না এ রকম একটি ‘আনসায়েন্সটেফিক স্টেট’ কিছুতেই হতে পারে না, হওয়া সম্ভবও নয়। ওয়ালী খান আরো বলেছিলেন, তোমরা যে পূর্ণ স্বাধীনতার কথা বলছো সেটা পাওয়া খুব একটা সহজ হবে না। তোমরা এতদিন পাকিস্তানি পুলিশের সঙ্গে মারামারি করেছো কিন্তু পাঞ্জাবি আর্মির সঙ্গে যুদ্ধ করোনিÑ পাঞ্জাবি আর্মির সঙ্গে লড়াই করলেই বুঝতে পারবে তারা কত ভয়ঙ্কর। তারা নির্বিচারে পাখির মতো মানুষ মারতে পারে। আমি তখন বললামÑ পরিস্থিতি যা হোক ‘সর্ট অফ ইন্ডিপেন্ডেন্স’ বাঙালি আর কিছুই মানবে না। খাবার টেবিলে একটি পতাকা রাখা ছিল। আমি সেই পতাকা দেখিয়ে বললাম, এই দেখেন আমি সাত টাকা দিয়ে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা কিনে এনেছি। এই পতাকা ছাড়া আপনার গাড়ি রাস্তায় বের হলে বাঙালিরা গাড়ি ভেঙে খান খান করে ফেলবে। আমার কথা শেষ না হতে বেলুচিস্তানের নেতা ও পশ্চিম পাকিস্তানের ন্যাপের প্রসিডেন্ট গাউস বক্স বেজিনজো বললেন, তোমরা যদি পূর্ণ স্বাধীনতা চাও, তাহলে পাঞ্জাবিরা আমাদের উপরও অত্যাচার চালাবে। ÔThey will crush us like sugarcane.Õ মুক্তিযুদ্ধ শুরুর আগেই ওয়ালি খান বলেছিলেন, পাঞ্জাবি আর্মির আগাম বর্বরতার কথা। আমরা মুক্তিযুদ্ধে পাঞ্জাবি আর্মির বীভৎসতা দেখেছি বটে কিন্তু তারা আমাদের স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি কথা প্রমাণ হয়েছে যে, মুক্তিকামী জনগণ কায়মনোবাক্যে মুক্তি আকাক্সক্ষা করলে তারা তা পায়।
পৃথিবীতে এক সময় ৭০টির মতো দেশে ‘মার্শাল ল’ ছিল। মানুষ সেই অমানবিক ‘মার্শাল ল’-এর বিরুদ্ধে প্রতিবাদ করে ‘মার্শাল ল’ হটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে। এখনো যেখানে যেখানে ‘মার্শাল ল’ বা ছদ্মবেশী ‘মার্শাল ল’ চলছে সেসব দেশেও চলছে শোষণ মুক্তির লড়াই। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীর যে প্রান্তেই সামরিক শাসন থাকুক না কেনÑ সামরিক শাসনের পক্ষে থাকে পুঁজিবাদ ও সা¤্রাজ্যবাদের সরাসরি কিংবা অপ্রকাশ্য মদদ। পুঁজিবাদ ও সা¤্রাজ্যবাদ রাজনৈতিক দর্শনের দুটো বিপদজনক শব্দ। এই শব্দ দুটিই পৃথিবীতে অনাসৃষ্টির মূল কারণ। পুঁজিবাদী ও সা¤্রাজ্যবাদীরা পুঁজির বিকাশ ও বৃদ্ধি এবং সা¤্রাজ্য সম্প্রসারণের জন্য এমন কোনো ফন্দি-ফিকির নেই যে না করতে পারেন। তারা নিজেদের স্বার্থে দিনকে রাত করতে পারেন, বন্ধুকে শত্রু বানিয়ে ফাঁসিতে ঝুলাতে পারেন, ধার্মিকের গায়ে পরিয়ে দিতে পারেন জঙ্গির আলখেল্লা। যদি আমরা নির্মোহ দৃষ্টি দিয়ে এই সময়ের পৃথিবীকে এক পলক অবলোকন করি, তাহলে দেখবো বর্তমান পৃথিবীতে ক্ষমতাধর পুঁজিবাদী ও সা¤্রাজ্যবাদী রাষ্ট্রগুলো এখন এই কাজগুলোই অত্যন্ত চাতুর্যের সঙ্গে করে বেড়াচ্ছে।
একটি বিষয় বিশ্ব রাজনীতিবিদদের মনে রাখা দরকারÑজোর করে কিংবা ক্ষমতার অপব্যবহার করে মানুষের মুক্তির সংগ্রামকে স্তব্ধ করা যায় না। এক সময় ‘বার্লিন ওয়াল’ ছিল এখন তা নেই। জার্মান জাতিগোষ্ঠী তাদের নিজের প্রয়োজনেই সেই বার্লিন ওয়াল ভেঙে চুরমার করে দিয়েছে। আজ কাঁটাতার সীমান্তে সীমান্তে যে বিভেদ সৃষ্টি করে দাঁড়িয়ে আছে, সেই কাঁটাতারও একদিন সীমান্ত থেকে উপড়ে ফেলা হবে। সবই সময়ের ব্যাপার। পানিকে যেমন ১০০ ডিগ্রি তাপমাত্রায় না নিলে বাষ্প হয় না, তেমনি শোষণমুক্তি আন্দোলনের জন্যও দরকার হয় কিছু প্রয়োজনীয় অনুষঙ্গ। কাশ্মীর ও বেলুচিস্তানে সে অনুষঙ্গগুলো অনেকদিন আগে থেকেই হাজির হয়ে আছে। এখন এই দুটি দেশের স্বাধীনতাকামী মানুষ জনযুদ্ধ করে, অত্যন্ত ঠা-া মাথায় বিজয়ের ফসল ঘরে তুলতে পারলেই তাদের স্বপ্ন সার্থক হবে।
যার সঙ্গে যার বনিবনা হয় না, তার সঙ্গে তার না থাকাই সমীচীন। আমরা এক সময় পাকিস্তানের সঙ্গে ছিলাম কিন্তু তাদের সঙ্গ আমাদের সর্বস্বান্ত করে ফেলেছিল, তাই আমরা তাদের থেকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পৃথক হই এবং পৃথক হয়ে ভালোই আছি। এক সময় সোভিয়েট ইউনিয়ন বৃহৎ একক রাষ্ট্র ছিল, সেই সোভিয়েট ইউনিয়নে লাগে ভাঙনের হাওয়া। এক অখ- সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম নেয় দশটি খ- রাষ্ট্র। যুগোস্লাভাকিয়ার অবস্থাও তাই। ভাঙনের কবলে পড়ে সেটাও তিন টুকরো হয়। অনেক দিন ধরেই অখ- ভারত ও পাকিস্তানে গোষ্ঠীগত চেতনা তাদের মুক্তির দাবি জানিয়ে আসছে। ভারত অত্যন্ত সুকৌশলে ও বুদ্ধিমত্তার সঙ্গে সেই দাবিগুলোকে সমাধান করে আসছে। এভাবে আর কতদিন তারা নিজেদের অখ-তা রক্ষা করতে পারবেন তা আগামী দিনের ইতিহাসই বলতে পারবে।
বেলুচিস্তান দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ। যা প্রতিষ্ঠিত হয় ১ জুলাই, ১৯৭০ সালে। ভৌগোলিকভাবে পাকিস্তানের বৃহত্তম এই প্রদেশটির আয়তন ৩,৪৭,১৯০ বর্গকিলোমিটার। বলা হয়ে থাকে বেলুচিস্তান পাকিস্তান রাষ্ট্রের মোট আয়তনের ৪৮ শতাংশ গঠন করেছে। বেলুচ জাতির লোকদের নামে এই প্রদেশের নামকরণ হয় বেলুচিস্তান। এর পশ্চিমে আছে ইরান (ইরানি বেলুচিস্তান), উত্তরে আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরাঞ্চল, পূর্বে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ এবং দক্ষিণে আরব সাগর। বেলুচিস্তানের অতীত দিনের রাজনৈতিক ইতিহাস বড় নির্মম ও রক্তাক্ত। যুগে যুগে নানা ধরনের মানুষ বেলুচিস্তানকে শাসন ও শোষণ করেছে। পারস্য, মোঘল, ব্রিটিশ থেকে শুরু করে কে না বেলুচিস্তানের দিকে তাদের লোলুপ দৃষ্টি দিয়েছে? ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্ত হলে বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে গেলেও ধীরে ধীরে বেলুচদের মধ্যে তৈরি হয় স্বাধীনতার স্বপ্ন।
পাকিস্তান বাঙালিদের দমন করার জন্য যেমন আক্রমণ করেছিল, তেমনি ভারত কাশ্মীরকে এবং পাকিস্তান বেলুচিস্তানকে দমন করার জন্য রক্ত উৎসবে মেতেছে। শাসক শ্রেণি যতই প্রবল হোক ন্যায্য দাবি নিয়ে এগিয়ে যাওয়া পরাধীন জাতিকে কেউই দাবিয়ে রাখতে পারে না। ভারত ও পাকিস্তানও তাদের দুই বঞ্চিত ও স্বাধীনতাকামী জনগোষ্ঠীকে দমিয়ে রাখতে পারবে না। আজ হোক আর কাল হোক স্বাধীনতার রক্তিম সূর্য কাশ্মীর আর বেলুচিস্তানের আকাশে হাসবেই।
০৮ সেপ্টেম্বর, ২০১৬

জন কেরির ঢাকা সফর ও ফিরে দেখা একাত্তর

জন কেরির ঢাকা সফর ও ফিরে দেখা একাত্তর
মোনায়েম সরকার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত ২৯ আগস্ট, ২০১৬ তারিখে ঢাকা সফর করে গেলেন। তার সফর নিয়ে পত্র-পত্রিকায় রাজনীতি ও কূটনীতি বিশ্লেষকগণ নানারকম বিশ্লেষণ করছেন। আমি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক বিশ্লেষণ করতে চাই না। জন কেরির আট ঘণ্টার ঢাকা সফর ঘিরে আমার মনে উঁকি দিচ্ছে ১৯৭১ সালের ও ১৯৭১-পরবর্তী নানা রক্তাক্ত অতীত স্মৃতি। ১৯৭১ সালে মার্কিন সাম্রাজ্য নেতৃত্ব দিচ্ছিলেন রিচার্ড মিলহাস নিক্সন। রিচার্ড মিলহাস নিক্সন (Richard Millhouse Nixon) হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রথম প্রেসিডেন্ট যার নামের সঙ্গে ইংরেজি ÔCriminalÕ শব্দের সবগুলো বর্ণই রয়েছে। এরকম দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম জেফারসন ক্লিনটন (William Jefferson Clinton) । নিক্সন এবং তার নিরাপত্তা উপদেষ্টা ড. হেনরি এ. কিসিঞ্জার ও জাতিসংঘের রাষ্ট্রদূত জর্জ বুশসহ মানবতাবিরোধী নেতৃবৃন্দ বাংলাদেশের বিরুদ্ধে যে নজির বিহীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ইতিহাসে তা রক্তের অক্ষরে লেখা হয়ে আছে।
স্বাধীন বাংলার ইতিহাস যারা জানেন তাদের নিশ্চয়ই স্মরণ আছেÑ ১৯৭১ সালে আমেরিকার প্রশাসন যন্ত্রের উপর দিকের রাজনৈতিক নিয়োগ প্রাপ্তরাই বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে যারা চরম দক্ষিণপন্থি হিসেবে পরিচিত ছিলেন তাদের বিরোধিতা ছিল সীমাহীন। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় চীনও বাঙালির স্বাধীনতা প্রাপ্তি ও মুক্তিযুদ্ধকে ঘৃণা করে আসছে প্রথম থেকেই। ১৯৭১ সালে দখলদার একনায়ক, স্বৈরাচার ও আগ্রাসী পাকিস্তানি প্রেসিডেন্টকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছে। প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতিটি কার্যক্রমে চীন সরকার অন্ধের মতো সমর্থন করেছে। মুক্তিযুদ্ধ কালপর্বে ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করার জন্য পাকিস্তানিরা যে স্বয়ংক্রিয় যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে তার বেশিরভাগই সরবরাহ করেছিল চীন।
মুক্তিযুদ্ধ চলাকালে চীন অনুসারীগণ বাঙালির মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ না বলে ‘দুই কুত্তার কামড়া-কামড়ি’ বলে অভিহিত করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এ কথা বললে আজ অত্যুক্তি শোনালেও বলতেই হবেÑ একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘিরে পৃথিবীতে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পাকিস্তানপ্রেমী কিসিঞ্জার ও নিক্সন প্রশাসন সারা পৃথিবীকে স্বাধীনতাকামী বাংলাদেশের বিরুদ্ধে তখন দাঁড় করিয়ে দিয়েছিল। সে সময় মিসেস ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত, ভারত বন্ধু সোভিয়েট রাশিয়া ও কতিপয় কমিউনিস্টপন্থী দেশ ছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে ছিল না। মার্কিন মদদে পাকিস্তানিরা যখন বাংলাদেশে ধ্বংসযজ্ঞ শুরু করে তখন তারা ধরেই নিয়েছিল বাংলাদেশকে তারা শায়েস্তা করতে পারবে। কিন্তু ভারতীয় সীমান্তে বোমা বর্ষণ ও সৈন্য প্রেরণ করে পাকিস্তান ভুল করে বসে। ফলে রণনীতি ভিন্ন খাতে মোড় নেয়। পাকিস্তান যখন পূর্ব বাংলায় এবং ভারতীয় জম্বু কাশ্মীরে ভীষণ মার খাচ্ছিল তখন নিক্সন ও কিসিঞ্জার সার্বাত্মক চেষ্টা চালিয়ে ছিলেন বাংলাদেশের বিরুদ্ধে ভিয়েতনাম ও ফিলিপিন উপকূল থেকে সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়ে যুদ্ধাপলাতক পাকিস্তানিদের সাহায্য করার জন্য। মার্কিন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে আসলে যুদ্ধ পরিস্থিতি কি হতো আন্দাজ করা মুশকিল। একদিকে চীন সীমান্তে সৈন্য সমাবেশ। অন্যদিকে ভারত-পাকিস্তান-বাংলাদেশে লড়াই। ওই দিকে মার্কিন সপ্তম নৌবহরের আগমন সব মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা। এমন সময় রাশিয়ার এগিয়ে আসা যুদ্ধ পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধ ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাকে আরো তীব্রতর করে তোলে। তবে আমার কথা এই যে, রাশিয়ার শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা কোণঠাসা হয়ে পড়ে। যার ফলে পাকিস্তানের পরাজয় বরণ করা ছাড়া আর কোনো পথ থাকে না।
পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জানতেন চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই এবং মার্কিন প্রেসিডেন্ট নিক্সন সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এসব আন্দাজ করতে পেরে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই এম. পেগভ জোর গলায় বলেছিলেন, ‘পাকিস্তান চেষ্টা করছে চীন ও যুক্তরাষ্ট্রকে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে সম্পৃক্ত করতে। কিন্তু সোভিয়েট রাশিয়া বিশ্বাস করে, এই দুই রাষ্ট্রের কেউই সরাসরি যুদ্ধে জড়াবে না।’ পরে অবশ্য তা-ই হয়েছিল।
একটা প্রচলিত কথা আছেÑ আমেরিকার কোনো নীতি নেই। তাদের একমাত্র নীতি হলো কিভাবে অর্থ বানানো যায়। এই নীতিরই বহিঃপ্রকাশ ঘটেছে এবারের নির্বাচনী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে। রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের মতো একজন রুচিহীন, অর্থগৃধ্মু, ধর্মীয় উন্মাদকে মনোয়ন দিয়েছে কেবল টাকার জোরে। টাকা হলে মার্কিন মুল্লুকে সবকিছু করা সম্ভব। আজ তারা ডলারের জোরে পৃথিবী থেকে ‘ব্রেইন আমদানী’ করছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মেধাবীদের ডলারের মূল্যে কিনে নিয়ে নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করছে। আমেরিকার নিজের কোনো শক্তিশালী ঐতিহ্য নেই। তাদের সবকিছুই ধার করা ও এলোমেলো। নিজেদের কোনো ঐতিহ্যের অহঙ্কার নেই বলেই তারা সারাবিশ্বের ঐতিহ্যবাহী সভ্যতাগুলোকে ধ্বংসের পাঁয়তারা করছে। তারা আফগানিস্থান, ইরাক, লিবিয়া, সিরিয়া ধ্বংস করেছে। ধ্বংস করেছে ওই সব রাষ্ট্রের ঐতিহাসিক নিদর্শন। আমেরিকার রক্তলোলুপ দৃষ্টি থেকে আজ সারা পৃথিবী মুক্তি চাচ্ছে। হয়তো এখনই সমগ্র বিশ্ব তাদের থাবা থেকে মুক্ত হবে না, কিন্তু সেদিন বেশি দূরে নয়। যেদিন ঐক্যবদ্ধ পৃথিবীবাসী আমেরিকাকে তার জল্লাদ-ভূমিকার জন্য উচিত শাস্তি দিবে।
বিশ্ব আজ একটি মারাত্মক সংকটের ভেতর দিয়ে অতিক্রম করছে। এই সংকটের নাম আন্তর্জাতিক জঙ্গিবাদ। এই আন্তর্জাতিক জঙ্গিবাদের স্রষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যে মাটিতে পা রাখে সেই মাটিতেই আগুন জ্বলে ওঠে। একাত্তরে আমেরিকা চেষ্টা করেছিল বাংলাদেশকে পরাধীন রাখার জন্য কিন্তু পারেনি। পঁচাত্তরে তাদের প্রত্যক্ষ ষড়যন্ত্রে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন। এরপর দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ আমেরিকার প্রত্যক্ষ-পরোক্ষ বিরোধিতা সত্ত্বেও ছুটন্ত অশ্বের মতো উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, পদ্মা সেতুতে বাধা সৃষ্টি করেও তারা তেমন একটা সুবিধা করতে পারেনি। এমন সময় জন কেরির আচমকা ঢাকা সফর আমাকে ভীষণ বিস্মিত করেছে। জন কেরি মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি এয়ারপোর্টে নেমেই ছুটে গেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করার জন্য। শুধু তাই নয়, তিনি দৃঢ় কণ্ঠে বলেছেনÑ শেখ মুজিবুর রহমানের আদর্শেই এগিয়ে যাচ্ছে বর্তমান বাংলাদেশ। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে জন কেরি এ কথা না বললেও খুব একটা ক্ষতি ছিল না।
হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। এ কথা তিনি বলেছিলেন বাংলাদেশের প্রতি প্রচ- ঘৃণা আর আক্রোশ থেকে। সত্যি বলতে কি, বাংলাদেশের কাছে বারবার মার্কিন প্রশাসন পরাজিত হয়েছে। আগামী দিনেও মার্কিনিরা বাংলাদেশের কাছে পরাজিতই হবে।
জন কেরি যত কথাই বলুকÑ কিছুতেই মার্কিনিদের সঙ্গে স্বার্থের জায়গায় ছাড় দেওয়া যাবে না। আমাদের সমুদ্র সীমার দিকে বহুপূর্ব থেকেই তাদের লোভ, কিছুতেই আমাদের জলসীমা তাদের জন্য উন্মুক্ত করা যাবে না। বাংলাদেশে কিছু হলেই আমেরিকা নাক গলাবার চেষ্টা করেÑ মানবাধিকার শিক্ষা দিতে চায়। অথচ তাদের নিজের দেশেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশ্বব্যাপী তারা সন্ত্রাস সৃষ্টি ও যুদ্ধবিগ্রহ বাঁধিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আজ আমেরিকার নিজের ঘরেই অশান্তির আগুন লেগে আছে। সামনের দিনগুলোতে তাদের কপালে আরো ভোগান্তি আছে। কথায় আছেÑ ‘আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার নেই।’ আমাদের আজ আরেকবার ভেবে দেখা দরকার, আমেরিকার মতো ভয়ঙ্কর বন্ধু আসলেই আমাদের প্রয়োজন আছে কি-না।
আমার অগ্রজ প্রখ্যাত লেখক-কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী একবার কলাম লিখেছিলেনÑ কিসিঞ্জারের হাত থেকে মুজিব কন্যা শেখ হাসিনার ‘হোসেবোয়ানি’ পুরস্কার নেওয়া উচিত হবে না। কিন্তু আমি তার সঙ্গে কলাম যুদ্ধে অবতীর্ণ হয়ে বলেছিলামÑ কিসিঞ্জারের হাত থেকে পুরস্কার নেওয়া হবে শেখ হাসিনার জন্য দ্বিতীয় বিজয়। অর্থাৎ একাত্তরে কিসিঞ্জারের চক্রান্ত বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কাছে পরাজিত হয়েছিল। কিসিঞ্জার ঘোষিত ‘তলাবিহীন ঝুড়ির’ প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দিয়ে তার দ্বিতীয় পরাজয় হয়েছিল। এবার বঙ্গবন্ধু প্রতিকৃতিতে জন কেরির পুষ্পাঞ্জলি অর্পণ আমেরিকার জন্য তৃতীয় পরাজয়ই বটে। আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে পরাজয়ের শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তারা সর্বশক্তি ব্যয় করে পরাজিত হয়েছে। এখন তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। সারা পৃথিবীর মানুষকে ইতিহাসÑ ‘অন্তত এই শিক্ষা দিয়েছে যে, জনসাধারণের ইচ্ছাশক্তির পরাজয় নেই। এমন কি এক বিশ্ব শক্তির সমরসম্ভার দিয়েও জনগণের মুক্তিসংগ্রাম দমন করা যায় না।’ ভিয়েতনাম ও বাংলাদেশই তার প্রকৃষ্ট উদাহরণ। হয়তো বিধ্বস্ত আরব বিশ্ব ও পৃথিবীর মুক্তিকামী জাতিগোষ্ঠীও আগামীতে এই দৃষ্টান্তই স্থাপন করবে।
০৪ সেপ্টেম্বর, ২০১৬

বঙ্গবন্ধুর জাতীয় ঐক্যের ডাক

আগস্ট শোকের মাস। এই আগস্ট মাসেই বাঙালি জাতি হারিয়েছে তাদের অনেক কৃতী সন্তান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ১৯৪১ সালের ৭ আগস্ট হারিয়েছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে হারিয়েছি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, ১৯৪৫ সালের ১৮ আগস্ট আমরা হারালাম নেতাজী সুভাষ চন্দ্র বসুকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে তাদের প্রিয় নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকাবহ আগস্টে অন্য সব বাঙালির মতো আমিও আবেগতাড়িত হই। শোকাবহ এই মাসে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো স্মৃতি রোমন্থন নয়- তার রাজনৈতিক দূরদর্শিতা ও সমকালীন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দু’একটি কথা লিখতে চাই।

বর্তমান বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্য প্রসঙ্গ বেশ জোরেশোরে পত্রপত্রিকায় আলোচনা করা হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন দলগুলোই মূলত জাতীয় ঐক্য গড়ার জন্য বিভিন্ন সভা-সেমিনারে দাবি করে আসছে। জাতীয় ঐক্য গড়ার দাবি কোন প্রেক্ষাপটে উচ্চারিত হচ্ছে সেই ইতিহাসটুকু একটু ব্যাখ্যা করা প্রয়োজন। স্বাধীনতার অব্যবহিত পরে বাংলাদেশে রাজনৈতিক সংকট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মুক্তিযুদ্ধে যে সব নেতাকর্মী রণাঙ্গনে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীনের পরে তারাও তাত্তি¡ক দর্শনের নামে দলে ও দেশে অশান্তি সৃষ্টি করেছিলেন। জাসদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নৈরাজ্য ও অত্যাচার, সর্বহারা পার্টির লুণ্ঠন, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির হত্যাকাণ্ড, বাংলাদেশ ও মুজিব সরকারকে তখন কিছুটা অস্থির করে ফেলেছিল। সদ্য স্বাধীন দেশ গড়ার পরিবর্তে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা বিভিন্ন দল-উপদলে বিভক্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছিল। তারা পাটের গুদামে আগুন দিয়েছিল, ঈদের জামায়াতে মানুষ হত্যা করেছিল, ডাকাতি, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। বঙ্গবন্ধু ২৭ জন এমপিএ ও এমএনএকে বহিষ্কার করেছিলেন দলে শুদ্ধি অভিযান চালানোর লক্ষ্যে। তখন বঙ্গবন্ধু জাতীয় ঐক্য তথা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গড়ার পরিকল্পনা করেছিলেন। বঙ্গবন্ধু সেই জাতীয় ঐক্য গড়ার চিন্তা যে ভুল ছিল না- আজকের দিনে জাতীয় ঐক্য গড়ার প্রস্তাব শুনে সেই কথাই আমার বারবার মনে হচ্ছে। বঙ্গবন্ধুর ডাকে একাত্তরের জনগণের ঐক্য ছিল সত্যিকার জাতীয় ঐক্য। মুক্তিযুদ্ধ কালপর্বের ঐক্য থেকে শিক্ষা নিয়ে আজ আমার মনে হচ্ছে নেতায় নেতায় ঐক্য করে লাভ নেই, ঐক্য করতে হবে জনগণের সঙ্গে। বঙ্গবন্ধুর সঙ্গে যারা জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিলেন তারাও পরে হাত মিলিয়েছিল সামরিক শাসক ও মুজিব হন্তারকদের সঙ্গে। সুতরাং যেসব নেতা আজ জাতীয় ঐক্যের কথা বলছেন, তারা কি মতলবে এসব বলছেন তা খতিয়ে দেখার সময় এসেছে। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর বাংলাদেশ স্বাধীনতাবিরোধী ধারায় চলছে বলেই আজ এই সংকট। যে আমেরিকা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং সপ্তম নৌবহর পাঠিয়েছিল তাদের পরামর্শে জাতীয় ঐক্য গড়ার প্রস্তাব বাংলাদেশের মানুষ কিছুতেই মানবে না। কেননা বাংলাদেশের মানুষ জানে আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার নেই, পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যই তার জ্বলন্ত প্রমাণ। ১৯৭১ সালে বাংলাদেশের ঐক্যবদ্ধ জনগণ স্বতঃপ্রণোদিত হয়ে চোর-ডাকাতদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সামাজিক অন্যায়-অপরাধের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। একাত্তর সালে যেভাবে বাঙালি জাতীয় ঐক্য করেছিল, সেইভাবে ঐক্য করে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের থাবা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সময়ের প্রয়োজনে সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে সেভাবেই জনতার সঙ্গে ঐক্য গড়তে হবে, সেটাই হবে বুদ্ধিমানের কাজ।

বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হয়ে দেশকে যখন উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে তখনই তথাকথিত জঙ্গিরা তাদের দুষ্কর্মের মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। তারা বিদেশি নাগরিক, পাদ্রি, পুরোহিত, শিক্ষক, বুদ্ধিজীবীসহ নানা স্থাপনায় হামলা চালিয়ে নির্বিচারে নিরীহ মানুষ হত্যা করছে। আমরা দেখেছি দেশ যখন স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছিল, তখন বিএনপির পেট্রলবোমা ও আগুন সন্ত্রাসে দেশের চলমান অর্থনীতি হুমকির মুখে পড়েছিল। ওই সময়ও ‘সংলাপ’-এর প্রয়োজনীয়তার কথা বলে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কিন্তু বিএনপির সেই অপচেষ্টা সফল হয়নি, সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই আগুনসন্ত্রাস মোকাবেলা করে দেশকে আবার ঠিক পথে নিয়ে যেতে পেরেছে। সংলাপ চেষ্টায় ব্যর্থ হয়ে বিএনপি আবার স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তিকে কাজে লাগিয়ে এখন আবার চোরাগুপ্তা হামলাসহ মানুষ হত্যার রাজনীতি করছে। এখন এই অস্বাভাবিক পরিস্থিতিতে তারা জিকির তুলছে জাতীয় ঐক্য গড়ার। বিষয়টি একটু ভেবে দেখা দরকার। রাষ্ট্রের মৌলবাদীদের সন্ত্রাস মোকাবেলা করা দেশের প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিকের একান্ত দায়িত্ব। বিএনপি ও তার জোটভুক্ত দলগুলো জঙ্গিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শান্তি সমাবেশ করতে পারেনি, জনগণকে সম্পৃক্ত করে তারা এই জঙ্গিবাদ মোকাবেলার কোনো দিকনির্দেশনাও দিতে পারছে না। তারা শুধু বলছে জাতীয় ঐক্য হলেই এই সন্ত্রাস নির্মূল হবে। যদি প্রশ্ন করা হয়, জাতীয় ঐক্য হলেই এই সন্ত্রাস নির্মূল হয়ে যাবে- তাহলে কি আমরা বুঝে নেব যে এই জঙ্গিবাদী সন্ত্রাসের পেছনে বিএনপির হাত আছে? তা না হলে বিএনপি কিভাবে গ্যারান্টি দিতে পারে যে, জাতীয় ঐক্য হলেই এই জঙ্গিবাদ ও জঙ্গিবাদী তৎপরতা সমূলে বিনষ্ট হবে? রাষ্ট্র যেখানে সর্বশক্তি নিয়োগ করেছে জঙ্গিবাদ ও জঙ্গিদের রুখতে সেখানে বিএনপির এই অযৌক্তিক দাবি কিভাবে মেনে নেবে বাংলাদেশের মানুষ?

বিএনপির কোনো প্রস্তাবই আজ আর বাংলাদেশের রাজনীতির জন্য পজেটিভ নয়। একটি রাজনৈতিকভাবে দেউলিয়া ওরস্যালাইন মার্কা দল কখনোই সেই দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে না। বিএনপির নির্বাচন বর্জন, বাংলাদেশবিরোধী জামায়াত-শিবিরের সঙ্গে আঁতাত, জেএমবির সঙ্গে সম্পৃক্ততা ও হাওয়া ভবনের অপতৎপরতার কথা বাংলার মানুষ ভালো করেই জানে। বিএনপি জানে মাঠে তাদের সমর্থন নেই। কেউই আজ আর বিএনপির মিছিল-মিটিংয়ে যেতে চায় না। যেহেতু বিএনপির গণআন্দোলনের শক্তি নেই এবং বিএনপির সঙ্গে জনগণ নেই, তাই বিএনপি এমন এক ঘৃণ্য পথের আশ্রয় নিয়েছে যে পথে হাঁটলে তাদের সফলতার পরিবর্তে ব্যর্থতাই কেবল সঞ্চয় হবে। বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বিদেশিদের দিয়ে চাপ প্রয়োগ করার যে কুটবুদ্ধি বিএনপি ও তার সন্ত্রাসীবন্ধু সংগঠনগুলো করেছিল সেই আশায় গুড়েবালি, সরকার জঙ্গিদের আটক করছে, তাদের আস্তানা শনাক্ত করে সফল অভিযান চালাচ্ছে। এর ফলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। বিদেশি রাষ্ট্রপ্রধানরাও শেখ হাসিনা সরকারের পাশে থাকার এবং তাকে সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা করার কথা ব্যক্ত করেছেন। এতেই বুঝা যায় বিএনপির সন্ত্রাস, জঙ্গিবাদী পরিকল্পনাও ভেস্তে যেতে বসেছে।

জাতীয় ঐক্য গড়ার বিষয় উত্থাপিত হলে আমাদের যেতে হবে বঙ্গবন্ধুর শাসনামলে। বঙ্গবন্ধু যে কত বড় দূরদর্শী নেতা ছিলেন রাজনৈতিক সংকট সৃষ্টি না হলে এবং তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার কথা চিন্তা না করলে বুঝা যায় না। সদ্য স্বাধীন বাংলাদেশে তখন যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল সেই রাষ্ট্রীয় বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য বঙ্গবন্ধু তখন বিকল্প খুঁজছিলেন। সেই বিকল্পই ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির মাধ্যমে জাতীয় ঐক্য সৃষ্টির প্রয়াস। কিন্তু বঙ্গবন্ধুর সেই দূরদর্শী চিন্তা তখন কতিপয় উগ্রবাদী সংগঠন ও বঙ্গবন্ধুর বিরোধীদের সমালোচনার মুখে পড়ে। যারা বঙ্গবন্ধুর জাতীয় ঐক্য গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো আদ্যোপান্ত পাঠ করেছেন তাদের নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধু সরকার প্রণীত সেই জাতীয় ঐক্যের লক্ষ্য ও উদ্দেশ্য কত মহৎ ছিল, সেদিন যদি বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় ঐক্য গঠিত হতো তাহলে আজকের বাংলাদেশের চেহারা ভিন্ন রকমের হতো। আমরা আজ উন্নয়নশীল দেশ নয়- উন্নত দেশ হিসেবেই বিশ্ববাসীর কাছে পরিচিত হতাম।

বঙ্গবন্ধুর জাতীয় ঐক্যের প্রচেষ্টায় সেদিন যারা স্বেচ্ছায় সাড়া দিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে তাদেরও কেউ কেউ জাতীয় ঐক্যের বিরোধিতা করেছিলেন। যারা অনেক চেষ্টা করে জাতীয় ঐক্যের সদস্যপদ লাভ করেছিলেন পরে তারাই কুৎসা রটনা করেছে বঙ্গবন্ধু ও তার প্রস্তাবিত জাতীয় দলের। একটি সংকটময় মুহূর্তের জন্য বঙ্গবন্ধুর উদ্ভাবিত জাতীয় ঐক্যের থিওরি অত্যন্ত সময়োপযোগী ছিল। আমার তো মনে হয়, আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মী বঙ্গবন্ধুর জাতীয় ঐক্যের মর্মবাণী বুঝতে পারেননি। যদি বুঝতে পারতেন তাহলে বঙ্গবন্ধুর জাতীয় দল প্রসঙ্গে তারা যেভাবে লজ্জিত হন- তাদের সেই লজ্জাটুকু থাকত না। বরং সেই আদর্শকে সামনে রেখে বাংলাদেশ পরিচালনার ভার নিলে দেশ আরো দ্রুতগতিতে উন্নত হতো। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বঙ্গবন্ধু প্রস্তাবিত জাতীয় ঐক্য নিয়ে আওয়ামী লীগকে কম ভোগান্তি পোহাতে হয়নি। বিষয়টি এমন যেন বঙ্গবন্ধু জীবিত থাকলে জাতীয় ঐক্য ঠিক ছিল তার মৃত্যুর পরে জাতীয় ঐক্য হয়ে গেল ভুল থিওরি।

একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি আজ বাংলাদেশে জাতীয় ঐক্য গঠনের দাবি বিভ্রান্তিকর প্রস্তাব। সমমনা রাজনৈতিক দল ছাড়া জাতীয় ঐক্য গঠন করা অসম্ভব। বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি কিংবা জাসদ কোনো দলই সত্যিকার অর্থে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারায় রাজনীতি করে না। এই দলগুলোর অতীত ইতিহাস অন্তত তাই বলে।

শত্রুর সঙ্গে গলাগলি নয় বরং শত্রুকে শনাক্ত করে শাস্তি দেয়াই হবে বর্তমান সরকারের প্রধান কাজ। আওয়ামী লীগ যখন শক্ত হাতে সেই কাজটি করতে যাচ্ছে এমন সময় ‘জাতীয় ঐক্য’ গঠনের প্রস্তাবকে পলাশী যুদ্ধের মীরজাফরের যুদ্ধবিরতি প্রস্তাব বলেই মনে হচ্ছে। মীর জাফরের কুট প্ররোচনায় প্রভাবিত না হয়ে নবাব সিরাজদ্দৌলার যুদ্ধরত বাহিনী সেদিন যুদ্ধ অব্যাহত রাখলে নবাব পরাজিত হতেন না, ব্রিটিশরাও এ দেশের শাসনভার গ্রহণ করতে ব্যর্থ হতো। ’৭৫-পরবর্তী কালপর্বে স্বাধীনতার সপক্ষ শক্তি তথা আওয়ামী লীগ দুর্বল হতে থাকে, শক্তিমান হয়ে ওঠে স্বাধীনতাবিরোধীরা। আজ আবার আওয়ামী লীগকে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। আওয়ামী লীগ এমন একটি দল যাকে অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটা মানায় না। অন্যের পায়ে না হেঁটে আওয়ামী লীগকে নিজের পায়ে হাঁটা শিখতে হবে। অত্যন্ত ঠাণ্ডা মাথায় এবং কৌশলে সেই কাজটি করা প্রয়োজন। তাই বর্তমান সরকারের উচিত হলো, মূলধারার রাজনীতি চলমান রাখার পাশাপাশি দলে শুদ্ধতা ফিরিয়ে আনতে হবে। দলকে দুর্বৃত্তমুক্ত করতে হবে এবং স্বাধীনতাবিরোধী ও বাংলাদেশবিরোধীদের কঠোর হস্তে দমন করতে হবে এবং জনগণের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আজও প্রয়োজনে বঙ্গবন্ধুর মতো শুদ্ধি অভিযান চালাতে হবে দল, অঙ্গ ও সহযোগী সংগঠনে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ দল ও সরকারকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের সম্মুখে উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতে হবে। ’৭১-এর মতো আজও বাংলাদেশের মানুষ স্বতঃস্ফ‚র্তভাবে জাতীয় ঐক্য গড়ে তুলেছে। শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষক-শিক্ষার্থী জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে, বিভিন্ন শ্রেণিপেশার মানুষও স্বেচ্ছায় রাজপথে শামিল হচ্ছে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। এটাকে আশার আলোর ঝলকানির মতোই মনে হচ্ছে।

আগস্ট এলেই শহর থেকে গ্রাম পর্যন্ত ব্যানার, পোস্টার, ফেস্টুনে রাস্তাঘাট, ঘরবাড়ি ঢেকে যায়। ওইসব ব্যানার পোস্টারে বঙ্গবন্ধুর ছবির চেয়ে (ছদ্মবেশী) বঙ্গবন্ধু প্রেমিকের ছবিটাই সবার আগে চোখে পড়ে। আমরা ব্যানারসর্বস্ব মুজিবপ্রীতি দেখতে চাই না। আমরা চাই আদর্শবান, দেশপ্রেমিক, দূরদর্শী মুজিবপ্রেমী। এবারের পনের আগস্টের শপথ হোক- ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্বৃত্তমুক্ত বাংলাদেশ গড়া। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শোষিত মানুষের পক্ষে ও শোষকদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ, সরকার ও সাহসী জনতার সম্মিলিত প্রয়াসে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক ও ক্ষুধামুক্ত সুন্দর বাংলাদেশ গড়া এখন সময়ের ব্যাপার মাত্র।

সমাজতন্ত্রের রক্তাক্ত অতীত ও কাল্পনিক ভবিষ্যৎ

সমাজতন্ত্রের রক্তাক্ত অতীত ও কাল্পনিক ভবিষ্যৎ

মোনায়েম সরকার

মানুষ শোষণ থেকে মুক্তি চায়। মুক্তি মানে মৌলিক অধিকারের প্রশ্নে সব মানুষ সমান সুযোগ পাবে- সে কথাই বোঝানো হয়েছে। প্রতিটি মানুষের অধিকার আছে পৃথিবীতে সুন্দর ও সুস্থভাবে বাঁচার। প্রতিটি মানুষ তার শ্রম অনুযায়ী রাষ্ট্রীয় সেবা পাবে এটাই স্বাভাবিক। কিন্তু আধুনিক যুগে দাঁড়িয়ে এই কথা যত সহজে বলা যাচ্ছে, আদিম সমাজে সেই কথা বলা মোটেই সহজ ছিল না। আদিম মানুষের জীবন-যাপন ছিল অনিশ্চিত। সেখানে বন্যপ্রাণীর সঙ্গে বন্যমানুষের সম্পর্ক ও বন্য পরিবেশে নিজেকে খাপ খাইয়ে চলা খুব সহজ কথা ছিল না, এরপর ধীরে ধীরে মানুষ যখন একের পর এক সমস্যায় পড়তে লাগলো তখন মানুষ সেসব সমস্যার সমাধানের জন্য চিন্তা করতে লাগলো, ফলে মগজ-মননের বিকাশ লাভ করলো। এই চিন্তার ফলে আদিম মানুষ যাত্রা করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আজও মানুষের সেই সমাজ বিকাশের ধারায় সামনে চলার গতি থেমে নেই। মানুষ প্রাকৃতিক নিয়মেই আধ্যাত্মিক, ঐশ্বরিক বিশ্বাস ও সনাতনী প্রথাগতভাবে চলতে অভ্যস্ত। কেননা গতিতেই জীবন। থেমে যাওয়া মানেই পিছিয়ে যাওয়া। মানুষ পেছনে যেতে চায় না। সে সামনে এগুতে চায়। সামনে এগিয়ে যাওয়াই মানুষের স্বপ্ন ও লক্ষ্য। নব নব আবিষ্কার, বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশের ফলে মানুষ একের পর এক অবিশ্বাস্য বিজয় অর্জন করেছে।

মানুষ কিভাবে সামনে এগোয় এ নিয়ে বিভিন্ন দার্শনিক ও সমাজবিজ্ঞানী নানারকম তত্ত্ব বা ধারণা সূত্রবদ্ধ করেছেন। বিভিন্ন দার্শনিকের তত্ত্ব বিভিন্ন মতাদর্শে পুষ্ট। এসব তত্ত্বের মধ্যে সমাজতান্ত্রিক ও সাম্যবাদী দার্শনিকদের তত্ত্ব সারা দুনিয়ায় বেশ হৈ চৈ ফেলে দেয়। ১৮৪৮ সালে প্রকাশিত ‘কমিউনিস্ট মেনিফেস্টো’ এই হৈ চৈ আরো উস্কে দেয়। কার্ল মার্কস ও ফ্লেডেরিক এঙ্গেলস যৌথভাবে ‘কমিউনিস্ট মেনিফেস্টো’ প্রণয়ন করেন তাদের দর্শন ও সমাজবিশ্লেষণের অভিজ্ঞতার আলোকে। পরে এই তত্ত্বকে বাস্তবে রূপ দেন- লেনিন, মাও সে তুঙের মতো সমাজতান্ত্রিক বিপ্লবীরা। মার্কস-এঙ্গেলের তত্ত্বকে বাস্তবে রূপ দিতে গিয়ে দেশে দেশে শুরু হয় অধিকারবঞ্চিত মানুষের লড়াই। এই লড়াইয়ে নেতৃত্ব দেন সমাজের উচ্চশিক্ষিত ও সচ্ছল পরিবারের মেধাবী সন্তানেরা। কিন্তু তা সত্ত্বেও এই সংগ্রামের নাম হয় সর্বহারা মানুষের সংগ্রাম। অধিকার আদায়ের ঐতিহাসিক জনযুদ্ধ।

সমাজতন্ত্রীরা প্রত্যাশা করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে বিশ্বে সমাজতান্ত্রিক বিপ্লব হবে। এর কারণ সম্ভবত এটাই যে, পৃথিবীতে শ্রমিক শ্রেণিই সবচেয়ে বেশি বঞ্চত ও নিপীড়িত। তাই নিপীড়িত মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে, তখন তাদের বিজয় গৌরব কেউ রোধ করতে পারবে না, আসল কথা হলো- শ্রমিক শ্রেণির নেতৃত্বে কোনো দেশে কোনো কালে সমাজতান্ত্রিক বিপ্লব এখন পর্যন্ত সংঘটিত হয়নি, শ্রমিকেরা আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি-দাওয়া পেশ করে বটে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো আন্দোলন শ্রমিকেরা কখনোই করে না। ওটা নিয়ে শ্রমিকেরা মাথা খুব কমই ঘামায়। কারণ তারা ধরেই নিয়েছে রাজ্য চালাবে রাজা, শ্রমিক নয়। মজ্জাগত এই সংস্কার থেকে বেরিয়ে আসা যতটা না কঠিন তারচেয়েও কঠিন এটাকে বাস্তবে রূপ দেওয়া।

১৯৬০-এর দশক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গৌরবোজ্জ্বল সময়। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে দেখি চারদিকে সমাজতন্ত্রের জয়জয়কার। মানুষ দলে দলে দীক্ষিত হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শে। মার্কসবাদ-লেনিন-মাওবাদ চর্চিত হচ্ছে সর্বত্র। আমরা তখন ধরে নিয়েছিলাম গোটা পৃথিবী এক সময় সমাজতান্ত্রিক বিশ্বে পরিণত হয়ে যাবে। আমাদের চোখে অন্তত সেই স্বপ্নই খেলা করতো। কিন্তু সত্তরের দশক যেতে না যেতেই আমাদের মোহভঙ্গ হয়। এর মধ্যে রাশিয়া ও চীন সফর করে হয় আরো তিক্ত অভিজ্ঞতা। রাশিয়ায় গিয়ে দেখি সমাজতন্ত্রের নামে সেখানে চলছে পার্টি একনায়কত্ব¡ ভোগবিলাসের মহোৎসব। চীনেও লক্ষ করলাম একই রকম প্রবণতা। মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধলো। জোর করে প্রতিষ্ঠিত সমাজতন্ত্র বেশি দিন টিকবে না। নব্বইতে এসে তাই প্রত্যক্ষ করলাম। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে চুরমার হয়ে গেলো। সারাবিশ্বে মুখ থুবড়ে পড়ল মহৎ আদর্শের সমাজতন্ত্র।

কাল মার্কস বলেছিলেন- ‘পৃথিবীর ইতিহাস মূলত শ্রেণিসংগ্রামের ইতিহাস’। শ্রেণি সংগ্রামের ইতিহাস কথা পুরোপুরি সত্য নয়। পৃথিবীর ইতিহাস কখনোই শ্রেণিসংগ্রামের ইতিহাস নয়। পৃথিবীর ইতিহাস মূলত ক্ষমতা দখল ও বদলের ইতিহাস। ক্ষমতাই পৃথিবী পরিবর্তনের কারণ। কেননা মানুষ দেখেছে ক্ষমতা থাকলে অর্থ-বিত্ত, আরাম-ভোগ-বিলাসিতা সবকিছু করতলে থাকে। তাই ক্ষমতার কাছে যাওয়ার জন্য মানুষ চিরদিনই তৎপর থেকেছে। এই তৎপরতা আজো অব্যাহত আছে। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ নানা রকম লড়াই-সংগ্রাম করেছে। আদিম সাম্যবাদী সমাজ থেকে শুরু করে আধুনিক পুঁজিবাদী বিশ্বে যত আন্দোলন সংগ্রাম হয়েছে তা মূলত ক্ষমতা কুক্ষিগত করারই সংগ্রাম। একদল সুবিধাবঞ্চিত-নিপীড়ত মানুষ ভেবেছে তারা ধুকে ধুকে মরছে এবং তাদের এই মৃত্যুর কারণ ক্ষমতাশালীদের সীমাহীন প্রভাব। তাই ক্ষমতার কাছাকাছি থাকার জন্যই সুবিধাবঞ্চিতরা নানারকম ফন্দি-ফিকির করেছে এবং সেসব ফন্দি-ফিকিরের কেতাবি নামও প্রয়োগ করেছে। কিন্তু দেখা গেছে যারাই ক্ষমতার কাছে গিয়েছে তারাই দস্যু, ডাকাত ও দুর্বৃত্ত হয়ে উঠেছে। তাই তাদের হটানোর জন্য আবার শুরু হয়েছে নতুন লড়াই। ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন নামে। ÔEvery property is a legalized crime. Every fortune has a crime behind it.Õ

সমাজতন্ত্রের থিওরিটা শুনতে এবং পড়তে বেশ ভালো লাগলেও তা আসলে বাস্তবায়ন অসম্ভব। হয়তো প্রশ্ন উঠতে পারে, তাহলে বিশ্বে দেশে দেশে সমাজতন্ত্রের নামে যা কিছু হয়েছে বা হচ্ছে সেগুলো কি? এ প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের যেতে হবে অতীত ইতিহাসের অনেকটা পথ দূরে। দূর থেকে কথা বলা শুরু না করলে এর ত্র“টি বিচ্যুতি ধরা পড়বে না।

ÔFrom each according to ability, to each according to his needs.Õ Marx-এর তত্ত্ব। আকাশ-কুসুম কল্পনা কাব্যেই সম্ভব, বাস্তবে নয়। সমাজতন্ত্র ও সাম্যবাদ আকাশ-কুসুম কল্পনা না করলেও এমন সব তত্ত্ব মানুষের সামনে হাজির করেছে যা শুনতে ভালো লাগলেও পরিণামে কার্যকর করা এক অর্থে অসম্ভব। কার্লস মার্কসের তত্ত্ব অনুযায়ী ভ.ই. লেনিন কৃষিপ্রধান রাশিয়ায় অক্টোবর বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্রের রাষ্ট্রীয় রূপ খাড়া করে। নতুন আঙ্গিকে রাশিয়াকে ঢেলে সাজানোর জন্য শুরু হয় ব্যাপক তোড়জোড়। বুকে বুকে লেনিনের মনোগ্রাম, মুখে মুখে উচ্চারিত লেনিনের নাম। কিন্তু কয়েক দশক যেতে না যেতেই মানুষের সামনে বেরিয়ে এলো সমাজতন্ত্রের থলের বেড়াল। দেশে দেখা দিল সকল প্রকার বিশৃঙ্খলা, অনাহার ও দুর্ভিক্ষ। দুই কোটি মানুষ গৃহযুদ্ধে মারা গেল রাশিয়ায়, পৃথিবীর মানুষ দুইটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞ দেখেছে।

সোভিয়েত ইউনিয়নের দেখাদেখি চৈনিক নেতা মাও সে তুঙও শুরু করেন কমিউনিস্ট আন্দোলন। তিনি ১৯৪৯ সালে ন্যাশনালিস্ট পার্টিকে সশস্ত্র যুদ্ধে পরাজিত করে চাইনিজ কমিউনিস্ট পার্টির পক্ষে নেতৃত্ব গ্রহণ করেন। কোটি কোটি কৃষকের জীবন ও রক্তের বিনিময়ে ঐতিহাসিক লং মার্চের মাধ্যমে চীনে মাও সে তুঙের নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এক সময় ‘রেড বুক’ চীনের বহুল পঠিত গ্রন্থ ছিল এখন ‘রেড বুক’ আর কাউকে তেমন করে আকৃষ্ট করে না। চীনে মাও সে তুঙ বিরোধীদের তৎপরতা অনেক আগে থেকে শুরু হয়েছে। এখন সেই তৎপরতা আরো ব্যাপক আকারে চীনের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। লেনিনের মতো মাও সে তুঙের মূর্তিও ভেঙে ফেলা হচ্ছে। লেনিন যেমন বলেছিলেন- ‘মানুষ খাবার টেবিলে সমাজতন্ত্রের বিচার করবে’ সত্যি বলতে কি রাশিয়া ও চীনের মানুষ এখন খাবার টেবিলে বসেই সমাজতন্ত্রের বিচার বিশ্লেষণ করছে। এটাই মার্কসবাদ, লেনিনবাদ ও মাওবাদের বর্তমান অবস্থা।

পৃথিবী নিজের নিয়মেই পরিবর্তনশীল। মানুষ সেই পরিবর্তন কিছুতেই রোধ করতে পারে না, একবিংশ শতাব্দীর মানুষ, চাঁদ-মঙ্গল-অন্যান্য গ্রহ নক্ষত্রের পাশাপাশি মহাবিশ্বের অনেক কিছুই জয় করেছে। কিন্তু প্রকৃতিকে জয় করতে পারেনি। মানুষ ভূমিকম্প, সুনামি, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ এখনও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি। মানুষ চেষ্টা করছে এসব নিয়ন্ত্রণ করতে। কবে এসব তার করতল গত হবে তা ভবিষ্যতই জানে। প্রকৃতির হাতে মানুষ যেহেতু এখনো বিপর্যস্ত সেখানে সমাজতন্ত্রের তাত্ত্বিক স্বপ্ন পূরণের অবসর কোথায়?

বর্তমান বিশ্বব্যবস্থায় সমাজতন্ত্রে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ আছে বলে মনে হয় না। বিগত শতাব্দীতে বিশ্ববাসী, সামন্তবাদ, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের শোষণ-শাসনে নিষ্পেষিত হয়েছে। এখন পৃথিবী একটি নতুন আর্থসামাজিক সমাজ ব্যবস্থা প্রত্যাশা করছে। এই সামাজিক প্রেক্ষাপটের রূপ রেখা কি হবে তা এই মুহূর্তে বলা না গেলেও এটুকু নিশ্চিত করে বলা যায় মানুষকে দিয়ে আর যাই হোক সমাজতন্ত্র হবে না। সাম্যবাদের প্রশ্নতো আরো অনেক দূরের কথা। সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে গেলে মানুষকে নির্লোভ ও তথাকথিত দেবতাদের মতো হতে হবে। মানুষের পক্ষে নির্লোভ হওয়া কি এতই সহজ?

একজন-দুজন মানুষ বিষয়-বাসনাহীন হতেই পারেন। কিন্তু একটি সমাজের সব মানুষ কামনা-বাসনাহীন হয়ে যাবে এটা ভাবা তো বোকার স্বর্গে বসবাস করার মতোই। সকল মানুষ সমান নয়, সকল মানুষ কখনোই সমান হতে পারে না। যোগ্যতার এবং অদক্ষতার পার্থক্য আছে বলেই সমাজ চলমান। যে সমাজে যোগ্যতা ও অদক্ষতার মূল্যমান এক হয়ে দেখা দেবে সে সমাজ আর যাদেরই হোক মানুষের কাম্য নয়।

মার্কসবাদীরা মনে করেন সমাজ হবে শ্রেণিহীন ও রাষ্ট্রহীন। আধুনিক যুগে এসে দেখতে পারছি উন্নত বিশ্ব রাষ্ট্রহীনতার প্রশ্নে আরো বেশি কঠোর হচ্ছে। সমাজে উচ্চ বিত্তের সঙ্গে তুমুল পার্থক্য তৈরি হচ্ছে নিম্নবিত্তের মানুষের। পৃথিবীর এক শতাংশ মানুষের হাতে যে সম্পদ আছে বাকি নিরানব্বই শতাংশ মানুষের হাতে আছে সেই পরিমাণ সম্পদ। তবু এই নিরানব্বই শতাংশ মানুষ এক শতাংশ মানুষের সঙ্গে পেরে উঠছে না।

সমাজতন্ত্রীরা বাস্তবতার আলোকে কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারে বলে মনে হয় না, তারা হয় চলে যায় অতীতেÑ নয়তো অনাগত ভবিষ্যতে। বর্তমানকে এরা সব সময় উত্তপ্ত রাখে বিপ্লবের রক্তাক্ত মন্ত্রে। একবিংশ শতকের এই তথ্য-প্রযুক্তি নির্ভর জীবনে মানুষ প্রয়োজনে আধ্যাত্মিকতায় মগ্ন হতে চায় কিন্তু সমাজতন্ত্রের গালভরা বুলি শুনতে কেউ ভালোবাসে না।

আজকের সভ্য মানুষ সম অধিকারে আর বিশ্বাস রাখে না, তারা চাচ্ছে শান্তিপূর্ণ সুখীজীবন। একটি শান্তিপূর্ণ জীবন পেলে, সার্বিক নিরাপত্তা পেলে ব্যক্তি মানুষের আর কোনো আকাক্সক্ষা থাকে না। মাথা গণনায় সব মানুষ সমান থিওরির চেয়ে যোগ্যতার প্রশ্নে সব মানুষ সমান হলে তবেই সমাজতন্ত্রের মঙ্গল হতো। কিন্তু সমাজতন্ত্র সে পথে হাঁটেনি। জোর করে কোনো কিছু করে প্রগতিকে রোধ করা যায় না। বিশ্ব এগিয়ে যাচ্ছে- বিশ্ব এগিয়ে যাবে, তবে নতুন বিশ্ব কোন্ পথে আসবে নতুন দিনের সমাজতাত্ত্বিকদের সেই কথাটাই ভাবতে হবে। এক্ষেত্রে আবেগকে প্রাধান্য না দিয়ে যুক্তিকেই মূল্য দিতে হবে। পৃথিবী অতীতে দুটি বিশ্বযুদ্ধ, সমাজতন্ত্র, ধনতন্ত্র ও সাম্রাজ্যবাদের রক্তাক্ত ইতিহাস প্রত্যক্ষ করেছে, ভবিষ্যতে সমাজতন্ত্রের কাল্পনিক কাব্যকথা শুনতে রাজি নয়। পৃথিবীব্যাপী মানুষ আজ এক (Humane world order) মানবিক বিশ্বব্যবস্থা ও আইনের শাসন কামনা করছে।

১০ জুলাই, ২০১৬

অতীত আলোকে সংলাপের আদৌ প্রয়োজন আছে কি?

অতীত আলোকে সংলাপের আদৌ প্রয়োজন আছে কি?
মোনায়েম সরকার

সন্ত্রাস, দুর্নীতি ও সংলাপ- এই তিনটি শব্দ আজ বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে, এই তিনটি শব্দই জনপ্রিয় ও মুখরোচক করেছে বিশ্বের ভয়াবহ সন্ত্রাসী সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা, দুই দুইটি বিশ্বযুদ্ধে তাদের গায়ে কোনো স্পর্শ লাগেনি, বর্তমানে মধ ্যপ্রাচ্যে যে সন্ত্রাস চলছে তার ফলে ইউরোপের দেশে দেশে সৃষ্টি হয়েছে মানবিক সঙ্কট। ইউরোপ বর্তমানে অশান্তির আগুনে দগ্ধ হলেও আমেরিকা কিন্তু নিরাপদ ও সুষ্ঠুই আছে। আমেরিকা সারাবিশ্বে সন্ত্রাস ও দুর্নীতি ছড়িয়ে সংলাপ নামের দাওয়াই ফেরি করে বেড়াচ্ছে। তারা নিজেরাই সঙ্কট সৃষ্টি করে আবার নিজেরাই সংলাপের কথা বলে। দেশে দেশে তাদের এজেন্টও নিয়োগ করা আছে। যেই দেশে যখন যা প্রয়োজন তখন সেই দেশের এজেন্টরা সেই ভাবেই জনগণকে দাওয়াই দেয়ার চেষ্টা করে। বর্তমানে বাংলাদেশে চলছে সংলাপের দাওয়াই। সন্ত্রাস আর দুর্নীতির বিষয়ে সরকারবিরোধীরা কথা তো বলছেই- সেই সঙ্গে সংলাপের ব্যাপারেও নছিয়ত করছেন। কিন্তু কেন সংলাপ, কার সাথে সংলাপ, কার স্বার্থে সংলাপ সে বিষয়ে কেউই কোনো পরিষ্কার রূপরেখা দিতে পারছে না। সবাই শুধু বলছেন এই মুহূর্তে সংলাপের বিকল্প নেই।
আমাদের নিশ্চয়ই মনে আছে, কমনওয়েলথের প্রতিনিধি স্যার নিনিয়ানের সংলাপের কথা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ও বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার সাহেবের সংলাপের কথা। দীর্ঘদিন সংলাপ চলার পরেও সেই সংলাপের ফলাফল ছিল শূন্য। জেনাবেল জিয়া ও জেনারেল এরশাদ যখন হ্যাঁ-না ভোট দিয়ে ক্ষমতায় গেলেন, তখন কিন্তু কেউ সংলাপের কথা বলেননি। এমনকি ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগে ও পরে কেউ সংলাপ নিয়ে কোনো কথা বলেননি। তাহলে এখন কেন সংলাপের প্রশ্ন? যারা আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং যারা সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল আজ তারাই সংলাপ করার কথা বলছে এবং সে সব কথা সভা-সেমিনার করে বলে বেড়াচ্ছেন এদেশে নিযুক্ত মার্কিন এজেন্টরা।
সামরিক শাসক আইয়ুব খান প্রবর্তিত হ্যাঁ-না ভোট বাংলাদেশে চালু করেন জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ। এ প্রসঙ্গে একটি সত্য গল্প মনে পড়েছে। আমার স্কুল জীবনের বন্ধু নাজমুল আলম এক সময় কিশোরগঞ্জে এসডিও (সাব-ডিভিশন অফিসার) ছিলেন। প্রাসঙ্গিক বলে সেই গল্পটা পাঠকের সঙ্গে শেয়ার করতে চাই। নাজমুল বলেন, একদিন ডিসি সাহেব তাদের সবাইকে ডেকে বলেন, নির্বাচন করতে হবে, কিভাবে করবেন আপনারাই সিদ্ধান্ত দেন। তবে ভোট যেন ৮৫ শতাংশের বেশি না পড়ে। তখন একজন এসডিও বললেন, স্যার এটা কোনো ব্যাপার না- প্রতি কেন্দ্রে একশটি বোরকা হলেই ভোট অনুষ্ঠান করা সম্ভব। তখন বোরকা পরে ভোট কেন্দ্রে ভোট হলো এবং ফলাফল দেখা গেল কোনো কোনো কেন্দ্রে একশ পাঁচ শতাংশ ভোট পড়েছে। তৎকালীন স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা সচিব প্রতি মহকুমার জন্য ১ লক্ষ টাকা করে জেলা প্রশাসক সাহেবকে দিয়েছিলেন জেনারেল জিয়ার আমলে হ্যাঁ-না ভোটের মহড়া দেয়ার জন্য। আমার বন্ধু প্রতি থানায় নির্বাচন শেষে ষাট হাজার টাকা নিয়ে জেলা প্রশাসক সাহেবের কাছে যান। জেলা প্রশাসক সাহেব বললেন, এই টাকা বস্তায় করে এসেছে, কোনো কাগজপত্র তো নেই। তোমার টাকা কি করে ফেরত নেবো। সুষ্ঠু নির্বাচন আর কাকে বলে! এটি কিন্তু জিয়া সাহেবের আমলের ঘটনা। এখন যদি খালেদা জিয়া সংলাপ চান তাহলে আর কি বলার থাকতে পারে?
স্বাধীন বাংলাদেশে পঁচাত্তরের পরে যে দুটি রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতা দখল করে রেখেছিল সেগুলো ছিল কৃত্রিমভাবে প্রতিষ্ঠিত দল। ক্ষমতায় আসীন থাকাকালে জেনারেল জিয়া প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি ১৯-দফার ভিত্তিতে আর পরবর্তীকালে জেনারেল এরশাদ প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় পার্টি ১৮-দফার ভিত্তিতে। যারা ১৯ ও ১৮-দফার সমর্থক ছিল কেবল তারাই নির্বাচিত হয়েছি। বিএনপি মূলত রাজাকার, আলবদর, আল শামস, ন্যাপ, বামপন্থী সুবিধাবাদীদের নিয়ে গঠিত ওরস্যালাইন পার্টি। ক্যান্টনমেন্টের অন্ধকার কুঠুরিতে জন্ম নেয়া এই দলটি বাংলাদেশের গণতন্ত্রের পায়ে কুড়ালের প্রথম কোপটি মারে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যারা জানেন, তারা নিশ্চয়ই মনে করতে পারেন পঁচাত্তর পরবর্তী জিয়া সরকার ছিল অবৈধ। এই অবৈধ জিয়া সরকার সারাদেশে সৃষ্টি করেন এক দুর্বিষহ আতঙ্ক। তার সীমাহীন নির্যাতনে জেলখানা ভরে যায় আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা। কেউ কেউ চলে যান আন্ডার গ্রাউন্ডে। আন্ডার গ্রাউন্ডেও যখন সাঁড়াশি অভিযান চালানো হয়, তখন তারা বাধ্য হয় হাতের মুঠোয় জীবন নিয়ে দেশ ত্যাগ করতে। জিয়ার শাসনামলে প্রতি রাতে দেশে ‘কারফিউ’ থাকতো। জনজীবন ছিল চরম অনিরাপত্তার ভেতর। সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে জিয়া বাংলাদেশে যে কালো আইন তৈরি এবং মুজিব হত্যাকাণ্ডের বৈধতা দান করে ঘাতকদের পুরস্কৃত করে তাতেই কি জিয়ার নির্দয় একনায়কের পরিচয় বহন করে না?
জিয়ার পরে আসে আরেক গণতন্ত্রহত্যাকারী জেনারেল এরশাদ। এরশাদও আওয়ামী লীগের নেতৃকর্মীদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালায়। কেননা এরশাদ তো প্রকারান্তরে জিয়ারই ভাবশিষ্য। গুরু প্রদর্শিত পথই তো শিষ্যের জন্য অনুসরণীয়। তাই আওয়ামী লীগকে নির্যাতন করতে জিয়া ও বিএনপি যা যা করেছেÑ এরশাদ আর জাতীয় পার্টিও তা-ই করেছে। বরং এরশাদের নির্যাতন কোথাও কোথাও জিয়াকেও ছাড়িয়ে গিয়েছিল।
১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে জনগণের প্রিয় পার্টি আওয়ামী লীগ ২৮৮টি আসন পায়, ভোট পায় ৮৯ শতাংশ। ১৯৭৩ সালে আওয়ামী লীগ পায় ২৯৩টি আসন, ভোট পায় ৭৩ দশমিক ২০ শতাংশ। ১৯৭৯ সালের নির্বাচনে জেনারেল জিয়া প্রতিষ্ঠিত বিএনপি পায় ২০৭টি আসন এবং ৪১ দশশিক ১৬ শতাংশ ভোট আর আওয়ামী লীগ পায় মাত্র ৩৯টি আসন, ২৪ দশমিক ৫৫ শতাংশ ভোট।
১৯৮৬ সালে স্বৈরশাসক এরশাদের শাসনামলে যে নির্বাচন হয় সেই নির্বাচন বিএনপি ষড়যন্ত্রমূলকভাবে সরে দাঁড়ায় এবং খালেদা জিয়া তথাকথিত আপসহীন নেত্রীতে পরিণত হন। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে ঠেকাতে ৪৮ ঘন্টা মিডিয়া ক্যু করে জাতীয় পার্টি নির্বাচনের ফলাফল উল্টে দেয়। এই নির্বাচনে জাতীয় পার্টি পায় ১৫৩টি আসন, ভোট পায় ৪২ দশমিক ১৫ শতাংশ। মিডিয়া ক্যু না হলে নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের পক্ষেই যেতো। ১৯৮৮ সালে আবার এরশাদের অধীনে নীল নকশার নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি কেউই অংশ নেয়নি। এই নির্বাচনে জাতীয় পার্টি ২৫১টি আসন, ভোট পায় ৬৮ দশমিক ৪৪ শতাংশ, ফ্রিডম পার্টি তথা কিলার পার্টি পায় ২টি আসন আর আ স ম আবদুর রব ৭০-৭২ পার্টির জোট পায় ১৯টি আসন পেয়ে বিরোধী দলীয় নেতা হন।
এরপর ১৯৯১ সালে সর্বদলীয় রাজনৈতিক পার্টির অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে বিএনপি পায় ১৪০টি আসন, আওয়ামী লীগ ৮৮টি আসন এবং জাতীয় পার্টি পায় ৩৫টি আসন। এই নির্বাচনের ভোটের সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায় বিএনপির বাক্সে পড়ে ৩০ দশমিক ৮১ শতাংশ ভোট আর আওয়ামী লীগ পায় ৩৩ শতাংশ ভোট, জাতীয় পার্টি পায় ১১ দশমিক ৯২ শতাংশ ভোট। জামায়াত পায় ১৮টি আসন। জামায়াত-বিএনপির সিট এলাইন্সের ফলে বিএনপি ১৯৯১ সালে অপ্রত্যাশিতভাবে সরকার গঠন করে।
১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারি আবার এসে গণতন্ত্র হুমকির মুখে পড়ে। খালেদা জিয়া ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের অধীনে আয়োজন করে ষড়যন্ত্রের নির্বাচন। এই নির্বাচনে বিএনপি পায় ২৭৮টি আসন, ফ্রিডম পার্টি পায় ১টি এবং স্বতন্ত্র পার্টি পায় ১০টি আসন। কিন্তু খালেদা জিয়া গণ-আন্দোলনের মুখে শেষ রক্ষা করতে পারলেন না। ১৯৯৬ সালের জুন মাসে তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হন। খালেদা জিয়া পূর্বে বলেছিলেন শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ ও নির্দলীয় নয়।
এই নির্বাচনেই আওয়ামী লীগ ১৪৬টি আসন এবং ৩৭ দশমিক ৪৪ শতাংশ ভোট পেয়ে একুশ বছর পরে অর্থাৎ পঁচাত্তরের ১৫ আগস্টের পরে ক্ষমতায় আসীন হয়। ২০০১ সালের নির্বাচনে জামায়াতের সঙ্গে সিট ভাগাভাগি করে জয়লাভ করে, বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নানামুখী ষড়যন্ত্র করে, রাজাকারদের মন্ত্রী বানায়, বাংলা ভাই সৃষ্টি করে এবং দেশজুড়ে জঙ্গিবাদের উত্থান ঘটায়। বিএনপির রক্তলোলুপ চক্রান্তে নিহত হয় আওয়ামী লীগের শত শত নেতাকর্মী। শেখ হাসিনাও বহুবার মৃত্যু ঝুঁকি থেকে বেঁচে যান। এর মধ্যে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা সবচেয়ে নির্মম আর মর্মান্তিক।
বিএনপি ১৯৯১ সালে ক্ষমতায় এসে যেমন ক্ষমতা ছাড়তে চায়নি তেমনি ২০০১ সালে ক্ষমতা পেয়েও তারা মেয়াদ পূর্ণ করে ক্ষমতা ছাড়তে টালবাহনা শুরু করে। এরপর আবির্ভূত হয় আর্মি সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তারাও দুই বছর গণতন্ত্রকে জিম্মি করে রাখে। চেষ্টা চালাতে থাকে দুই নেত্রীকে মূলত শেখ হাসিনাকে মাইনাস করার। কিন্তু গণ-আন্দোলনের মুখে তারাও বাধ্য হয় ২০০৮ সালে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে। এই নির্বাচনে আওয়ামী লীগ ঐতিহাসিক বিজয় অর্জন করে। শেখ হাসিনা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে গড়ে তোলার কাজে মনোনিবেশ করে। দেশে এখন সেই ধারাই অব্যাহত আছে। উপরের বিশ্লেষণ থেকে একটি বিষয় প্রতীয়মান হয়েছে যে, যখনই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে তখনই আওয়ামী লীগ জয়ী হয়েছে। এ ধারা ১৯৭০ থেকে শুরু হয়ে ২০১৪ পর্যন্ত বিদ্যমান। আওয়ামী লীগ যেন সত্যি এক বহতা নদী মত, যার গতি কখনোই রোধ করা সম্ভব নয়।
একটি কথা মনে রাখা দরকারÑ জেনারেল জিয়া, জেনারেল এরশাদ এবং খালেদা জিয়া সকলেই চক্রান্ত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। সকলেই নানাপ্রকার চক্রান্ত করে আওয়ামী লীগকে তথা মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছেন। আজ এদের পক্ষে কথা বলা মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলা, গণতন্ত্রের বিপক্ষেই কথা বলা। দেশে অনেক জঞ্জাল জমেছে। বাংলাদেশ থেকে সেই জঞ্জাল পরিষ্কার করতে হলে গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগকে সময় ও সমর্থন দেওয়া দরকার। বাংলাদেশে সংলাপ করার মতো কোনো পরিস্থিতি এখন আর নেই। সংলাপ-সংলাপ চিৎকার করে কোনো ফল হবে না। গণতন্ত্রের পথ ধরে বর্তমান বাংলাদেশ চলছে, বাংলাদেশ গণতন্ত্রের পথেই চলুক। নীতিহীন নেতাদের কথায় এখন বাংলাদেশের মানুষকে ভুললে চলবে না, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের হাতেই থাকুক, আশা করি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সে সুযোগ আওয়ামী লীগকে দেবে। আওয়ামী লীগ ও তার সরকার আরো সুস্থ, সুন্দর ও দুর্নীতি মুক্ত হলে বাংলাদেশের জনগণ খুশি হবেন। সংলাপ করে কি ঢাকার গুলশানের হলি রেস্টুরেন্টে জঙ্গি হামলা ও শোলাকিয়ায় জঙ্গি হামলা কি থামানো যেত? এই যখন দেশের অবস্থা সেখানে সংলাপের পরিবেশ কোথায়? কার সঙ্গে, কোথায় এবং কেন সংলাপ করতে হবে?
জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এবং বাধা মোকাবেলা করে সরকারকে এগোতে হচ্ছে। দেশের ভেতরে গড়ে ওঠা একটা সিন্ডিকেট বিভিন্ন পরিচয়ের আড়ালে সরকারের উন্নয়নে শুধু বাধাই দিচ্ছে না, একই সঙ্গে দেশকে ঠেলে দিচ্ছে এক অন্ধকারে। যে অন্ধকারে নিমজ্জিত হয়েছে আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, লিবিয়া, সিরিয়া, লেবানন ও মিশর। আসলে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ও যুদ্ধাপরাধীদের মদদে আমাদের দেশে সন্ত্রাস ও জঙ্গি হামলা অব্যাহত রয়েছে দেশি-বিদেশিদের চক্রান্তে। বিদেশিদের আনাগোনা কি বাংলাদেশকে সেই সব দেশের পর্যায়ে নিয়ে যেতে চায়?
১৩ জুলাই, ২০১৬

Publication

 

Poster War Crime-2013